মানবচিত্র ডেস্ক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আনা হয়েছে ডিবি কার্যালয়ে।
তাকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই সারওয়ার্দীকে গ্রেপ্তারের খবর এলো।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, বাইডেনের কথিত উপদেষ্টাকে বিএনপির কার্যালয়ে সঙ্গে করে নিয়ে যান চৌধুরী হাসান সারওয়ার্দী। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, তাকে (হাসান সারওয়ার্দী) ছাড়া হবে না। তার খোঁজ করা হচ্ছে। তাকে ধরা হবে। জিজ্ঞেস করা হবে কেন প্রতারণা করল। আমি নির্দেশ দিয়েছি। উনি সাজিয়ে-গুছিয়ে নিয়ে এসেছে। তাকে ধরা হবে, ব্যবস্থা নেব।
এর আগে, রোববার (২৯ অক্টোবর) বিমানবন্দর থেকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে। একই সঙ্গে বিএনপি নেতা মো. ইশরাক হোসেন ও সেনা কর্মকর্তা সারওয়ার্দীর বিরুদ্ধেও মামলা হয়।
প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশেকে ঘিরে সংঘর্ষের মধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপির কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি নামে এক ব্যক্তি। তাকে সেখানে নিয়ে যান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।