গোপালগঞ্জ প্রতিনিধি(শফিকুল ইসলাম) :
গোপালগঞ্জ পুলিশ হাসপাতালে মুমূর্ষু করোনা পজেটিভ রোগীদের জীবন বাঁচাতে বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি দিয়েছে বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশন।
শুক্রবার (৯ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বাবর আলী-আমেনা ফাউন্ডেশনের পক্ষে ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক এবং বাবর আলী-আমেনা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য পুলিশ সুপার এস এম শহীদুল ইসলাম পিপিএম ৬টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার গোপালগঞ্জ পুলিশ হাসপাতালে ব্যবহারের জন্য জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা -এর হাতে হস্তান্তর করেন।
পরে অনুষ্ঠানে আগত পুলিশ সদস্যগণ সহ গণমাধ্যমকর্মীদেরকে করোনা মোকাবেলায় উন্নত মানের মাস্ক উপহার দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পুলিশ সুপার ডা. এস এম শহীদুল ইসলাম পিপিএম, কাশিয়ানী উপজেলার রাতইল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বি এম হারুন অর রশিদ পিনু।
বক্তারা করোনা মোকাবেলায় সরকার ঘোষিত বিধি-নিষেধ মেনে সকলকে ঘরে থাকার অনুরোধ জানান এবং করোনা মহামারীতে সমাজের সামর্থ্যবানদেরকে আপদকালীন সময়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ সহ পুলিশ লাইনের অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়া বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশনের পক্ষে বিকালে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নে মুমূর্ষু করোনা পজেটিভ রোগীদের জীবন বাঁচাতে বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা কার্যক্রমে অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। সেই সাথে জরুরি প্রয়োজনে এগুলোর ব্যবহার সম্পর্কে স্বেচ্ছাসেবীদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ দেন কাশিয়ানীর কৃতিসন্তান বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য পুলিশ সুপার ডা এস এম শহীদুল ইসলাম পিপিএম।