1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
September 9, 2024, 4:50 am
শিরোনাম
যোগদান করেছেন খুলনা রেঞ্জের নতুন ডিআইজি মোঃ রেজাউল হক ইসরায়েলকে রুখতে মুসলিম দেশগুলোর জোট গঠনের আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন, সভাপতি জাকির ও সম্পাদক তাজাম্মুল শহীদের স্বপ্ন বাস্তবায়ন করবো, এটাই আমাদের প্রতিজ্ঞা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পটুয়াখালীর গলাচিপায় রেকর্ডভুক্ত সম্পত্তি দখল সহ বসত বাড়ি উচ্ছেদের পায়তারা ও জীবননাশের হুমকি গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি, নেতৃত্বে থাকছেন যারা স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে, সাতক্ষীরার জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান সাতক্ষীরার এসপি মতিউর রহমান সিদ্দিকী’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে এক কেজি আইস জব্দ করেছে বিজিবির সদস্যরা গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে রবিবারের মধ্যে কমিটি গঠনের ঘোষণা

গাজীপুর জেলায় ৫টি আসনের ৪টিতে নৌকা বিজয়ী

  • আপডেট সময় Tuesday, January 9, 2024

গাজীপুর জেলা প্রতিনিধি (মোহসিন আজাদ পাপন) : গাজীপুরের ৫টি আসনে ৪টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে বলে বেসরকারী ফলাফলে দেখা গেছে। রোববার দিনভর শান্তিপুর্ন পরিবেশ ভোট গ্রহন সম্পন্ন হয়।সকালের দিকে বিভিন্ন ভোট কেন্দ্রে ফাঁকা চিত্র পরিলক্ষিত দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে মানুষ আসতে থাকে।

বিকাল চারটার পর থেকে জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে ফলাফল আসতে থাকে।

বেসরকারী ফলাফলে দেখা যায় গাজীপুর-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী আ.ক.ম মোজাম্মেল হক এমপি ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল ৯২ হাজার ৭৮৮টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

গাজীপুর-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ১ লাখ ৩৯ হাজার ৮৬টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন ৮১ হাজার ৮০৪টি ভোট পেয়ে পরাজিত হয়েছে।

গাজীপুর-৩ আসনে নৌকার প্রার্থী রোমানা আলী টুসি এমপি ১ লাখ ২৬ হাজার ১৯৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দি বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৭৪টি ভোট পেয়ে পরাজিত হয়েছে।

গাজীপুর-৪ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি ৮৯ হাজার ৭২৯ টি ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ ঈগল প্রতিক নিয়ে ৪৪ হাজার ৪৫টি ভোট পেয়ে পরাজিত হয়েছে।

তবে গাজীপুর ৫ আসনে হয়েছে নৌকার পরাজয়। বর্তমান সংসদ মেহের আফরোজ চুমকি ছিলেন এই আসনের নৌকার মনোনীত প্রার্থী। গত ৩ বার এই আসন থেকে এমপি হিসেবে তিনি দায়িত্ব পালন করলেও এবার প্রবীণ আওয়ামীলীগ নেতা ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান এর কাছে পরাজিত হয়েছে ।

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান ৬২ হাজার ৯৪০ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকার মনোনীত প্রার্থী চুমকি ৫০ হাজার ৬৯৬টি ভোট পেয়ে পরাজিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 ManobChitra
Theme Customized By BreakingNews