গাজীপুর জেলা প্রতিনিধি (মোহসিন আজাদ পাপন) : গাজীপুরের- ২ আসনের নৌকা প্রতীক নিয়ে নব-নির্বাচিত সংসদ জাহিদ আহসান রাসেল এমপিকে গণ- সংবর্ধনা প্রদান করেছে মহানগরে সালনা সাংগঠনিক থানার সাধারণ জনগণ।
বৃহস্পতিবার বিকালে বাহাদুরপুর হাজী মার্কেট এলাকায় মহানগর আওয়ামী লীগের ২২ নং ওয়ার্ডের যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবারের নব নির্বাচিত এমপি জাহিদ আহসান রাসেল,এসময় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ আজমত উল্লাহ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আতাউল্লাহ মণ্ডল।
গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ০২ আসনের নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয় জাহিদ আহসান রাসেল এমপি।