গাজীপুর জেলা প্রতিনিধি (মোহসিন আজাদ পাপন) : গাজীপুর সিটি করপোরেশন ২৫ নম্বর ওয়ার্ডের পশচিম ভূরুলিয়া, লাল মাঠ এলাকায় নির্মাণাধীন বাড়ির লিফটের জায়গায় জমে থাকা পানিতে মোস্তাকিম(৩) নামের বাচ্চার লাশ পাওয়া যায়। মৃত বাচ্চার বাবা জানায় গত কাল বিকেল ৫টা থেকে খুজে পাওয়া যাচ্ছিলো না। সারা এলাকা খুজার পর তারা এলাকায় কাইকিং করা হয়। অবশেষে আজকে সকালে নির্মাণাধীন আফজাল হোসেনের বাড়ির লিফটের যায়গায় জমে থাকা পানিতে লাশ দেখতে পায় বাচ্চার মা লিমা (২৪)। পরে পুলিশ এসে পানি সেচে লাশ তোলে। এ সময় এস আই উৎপল বলেন, আমরা বাচ্চার শরীরে কোন রকমের আঘাতের দাগ পাওয়া যায় নি। আমরা পোস্টমর্টেমের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে নিয়া যাচ্চি। তারপর সঠিক ভাবে বলতে পারবো।
এসময় এলাকার কয়েক জন জানায়, তারা সব বাড়ি খুজেছিলো শুধু এই একটা বাড়ি ছাড়া। এই বাড়িতে বেশ কয়েক বার গিয়েছে কিন্তু রাতা গেট খুলেনি। আজকে সকালে ৯টার দিকে বাচ্চার মা’র কান্নাকাটিতে এলাকার আসে পরবর্তীতে গাজীপুর সদর থানা থেকে পুলিশ এসে লাশ খুজে পায়।
নিহত মোস্তাকিম(৩) এর বাবা আলমগীর হোসেন (৩০) একজন রঙ মিস্ত্রি এবং তার মা লিমা (২৪) ছাত্রাবাসে রান্নার কাজ করে। আলমগীর হোসেনের বাড়ি বারহাট্টা, নেত্রকোনার ।