গাজীপুর জেলা প্রতিনিধি (মোহসিন আজাদ পাপন) :
গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে প্রশিক্ষণের জন্য সড়কে চলার সময় ড্রামট্রাক চাঁপায় এক বিজেপি সদস্য নিহত হয়েছেন। এসময় আরো ৭ বিজিবি সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুরের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতাল ও ঢাকায় বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বিজিবি সদস্যের নাম নায়েক সাইদুল ইসলাম। তিনি রাজেন্দ্রপুর ৬৩ বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার তালা থানার শাহজাদপুর গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম।
তিনি আরো জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেকে রাজেন্দ্রপুর-বিকেবাড়ী সড়কে সকালে একদল বিজিবি সদস্য নিয়মিত পিটিতে অংশ নিয়েছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ড্রামট্রাক ওই পিটিতে অংশগ্রহণকারীদের একাংশকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নায়েক সাইদুল ইসলাম নিহত হন এবং ৭ জন বিজিবি সদস্য আহত হয়।
তিনি আরো জানান, ঘটনার পরপর হতাহতদের উদ্ধার করে রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নিয়ে যাওয়া হয় সেখানে আহতদের চিকিৎসা চলছে।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত ড্রামট্রাক ও তার চালককে আটক করা হয়েছে।
এ বিষয়ে ৬৩ বিজিবির একজন কর্মকর্তা বলেন, আহত ৭ জনের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকী ২ জন রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।