গাজীপুর জেলা প্রতিনিধি (মোহসিন আজাদ পাপন) : গাজীপুর পুলিশ লাইন্সে আজ বুধবার ( ২২ নভেম্বর) একশ জন অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
গাজীপুর পুনাকের সভানেত্রী জিনিয়া ফারজানা শতাধিক অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ৮ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, চিনি, আলু, লবণ ও পেঁয়াজ। এছাড়া খাদ্যসামগ্রী নিতে আসা প্রত্যেককে যাতায়াত খরচ হিসেবে নগদ ১০০ টাকা করে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান প্রমুখ।