অনলাইন ডেস্ক : গণফোরামে কোনো বিভেদ নেই। দল এখন ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
আজ শনিবার সকালে রাজধানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এমনটা দাবি করেন।
এ সময় তিনি জানান, আগামী ৯ জানুয়ারির বৈঠকে পরবর্তী কাউন্সিলসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হবে। অভিযোগ করেন, ঘুষ, দুর্নীতি, অর্থপাচারসহ নানা সমস্যায় জর্জরিত অবস্থা দেশের।
তিনি বলেন, এক অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে যা উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার।