কেশবপুর প্রতিনিধি (সোহেল পারভেজ) : নানা আয়োজনের মধ্যদিয়ে খেলাঘর খুলনা বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে যশোর মডেল পলিটেকনিক ইনষ্টিটিউট মিলনায়তনে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস।
খেলাঘর কেন্দ্রিয় কমিটির উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী ইদ্রিস আলীর সভাপতিত্বে ও খেলাঘর খুলনা বিভাগের সমন্বয়ক হাসানুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. কাজী মোজাম্মেল হোসেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ম আহবায়ক সৌমেন পোদ্দার, সম্পাদক আমিনুল ইসলাম আকন, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক এনামুল ইসলাম জিন্নাহ, প্রবীণ খেলাঘর সংগঠক কাজী খালেদ, যশোর পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান মুকুল, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ (বড় ভাই) সদস্য সচিব সৈয়দ আকমল হোসেন প্রমূখ।
সাংগঠনিক সভায় অংশগ্রহন করেন, বাবর আলী গোলজার (কেশবপুর), বিউটি বেগম (কেশবপুর), আমিনুর রহমান বুলবুল (কেশবপুর), সোহেল পারভেজ (কেশবপুর), চুয়াডাঙ্গার কাজল মাহমুদ (চুয়াডাঙ্গার), অধ্যাপক এনায়েত হোসেন(চুয়াডাঙ্গার), সোনিয়া আক্তার, রাশেদ আলী(কুষ্ঠিয়ার) যশোর শহরের নাজমা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা। ইনষ্টিটিউটের পক্ষ থেকে খেলাঘর সংগঠকদের মাঝে প্রধম অধিবেশন বিরতিতে নাস্তা এবং দ্বিতিয় অধিবেশনের পর দুপুরে খাদ্য পরিশেন করে ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা। সভাটি প্রবীন ও নতুন খেলাঘর কমীর্দের মাঝে সেতুবন্ধনের মধ্যদিয়ে মিলনমেলায় রুপ নেয়।