মানবচিত্র ডেস্ক : খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে খুলনা রেঞ্জ ডিআইজির নিকট থেকে সন্মাননা ক্রেষ্ট গ্রহণ করেছেন সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম। মঙ্গলবার সকালে খুলনা রেঞ্জ অফিসের কনফারেন্স কক্ষে আগষ্ট মাসের ক্রাইম কনফারেন্স খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম-বার, পিপিএম সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম কে রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
সূত্রে জানা যায়, ওসি মহিদুল ইসলাম চলতি বছরের জুলাই মাসের ১২ তারিখে সাতক্ষীরা থানার ওসি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর থেকে তিনি এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরালস ভাবে পেশাগত দায়িত্ব পালন করছেন।খোজ নিয়ে আরো জানা যায় আগষ্ট/২৩ মাসে সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম নেতৃত্ব নিয়ে রেকর্ডব্রেক পরিমান মাদক উদ্ধার করেছেন, ৫৭টি সাজা প্রাপ্ত আসামী আটক করেছেন।এছাড়া অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় তিনি খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি’র পুরুস্কার পেয়েছেন।
অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ, খুলনা রেঞ্জের দশ টি জেলার পুলিশ সুপার গণ সহ রেঞ্জ অফিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।