অনলাইন ডেস্ক : নবনিযুক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম (১৭ নভেম্বর ২০২২) অপরাহ্নে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার) এর স্থলাভিষিক্ত হলেন।
মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম ১৭ নভেম্বর ২০২২ অপরাহ্নে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনায় এসে পৌঁছলে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। খুলনা রেঞ্জের পক্ষ থেকে নতুন ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদেয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মোঃ আতিকুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জ, নওরোজ হাসান তালুকদার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ খুলনাসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্ট(এসপি)বৃন্দ।