খুলনা পাইকগাছা প্রতিনিধি (মোঃ শফিয়ার রহমান) : খুলনার পাইকগাছা লতা ইউনিয়নের মুনকিয়া ড্রাম ব্রিজ হতে গৌতম মন্ডলের বাড়ির অভিমুখে দেড় কিলোমিটার ইটের রাস্তা উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোনবন্ড(এইচবিবি) করণ প্রকল্পের আওতায় লতা ইউপির মুনকিয়া ড্রাম ব্রীজ সংলগ্ন ইটের রাস্তার মাথা হতে দঃদিকে গৌতম মন্ডলের বাড়ির অভিমুখে ৭৪,৬১,৩০০ টাকা বরাদ্দে দেড় কিলোমিটার রাস্তার বৃহস্পতিবার বিকালে শুভ উদ্বোধন হয়েছে।
এসময় এমপি বাবু আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু,লতা ইউপি চেয়ারম্যান বাবু কাজল কান্তি বিশ্বাস, সাবেক আওয়ামী লীগ নেতা ও উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল বৈদ্য,সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, আওয়ামী লীগ নেতা কালীপদ বিশ্বাস, মদন মোহন মন্ডল, দীলিপ রায়, প্রাণ কৃষ্ণ মন্ডল, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সদানন্দ মন্ডল, সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস, সেচ্ছাসেবক লীগের সভাপতি বিদ্যুৎ মন্ডল, সাধারণ সম্পাদক পলাশ বাছাড়, যুবলীগ নেতা পুলকেশ রায়, মৃগাঙ্ক বিশ্বাস, মিজান সানা, ইউপি সদস্য ফেরদৌস ঢালী, মোঃ শওকত হাওলাদার, কুমারেশ মন্ডল, পুলকেশ মন্ডল, বিজন হালদার, বীনতা বিশ্বাস, চম্পা বেগম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, শাহিন শাহ বাদশা, রাশেদুজ্জামান রাছেল, রসূল গাজী, খায়রুল আকাশ, সাব্বির হোসেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমৃত লাল সরকার জয় খাঁ প্রমুখ।