অনলাইন ডেস্ক : খুলনায় বাংলাদেশ ক্রিশ্চিয়ান এসোসিয়েশন, ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে প্রি-ক্রিশ্চমাস ডে উদযাপন উপলক্ষে কেক কাঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ডুমুরিয়া থানা চত্ত্বরে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডুমুরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান, সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, থানা সেকেন্ড অফিসার ইয়াছিন আরাফাত।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ক্রিশ্চিয়ান এসোসিয়েশন ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মার্টিং শুধাংশু দাস, সহ-সভাপতি জ্যাকোব সরকার, সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, কোষাধ্যক্ষ সুভাষ দাস প্রমূখ। শেষে অতিথিবৃন্দ দিবসটি উদযাপন উপলক্ষে কেক কাঁটেন।