খুলনা বিশেষ প্রতিনিধি (কাজি সোহাগ) : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে খুলনা মহানগরীর গল্লামারীতে শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন মহোদয়।
জেলা প্রশাসক, খুলনার নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধাগণের পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়।
অতঃপর বিভাগীয় কমিশনার, খুলনা মোঃ হেলাল মাহমুদ শরীফ, পুলিশ কমিশনার, কেএমপি মোঃ মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি, খুলনা মইনুল হক, পুলিশ সুপার, খুলনা মোঃ সাঈদুর রহমান একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অন্যান্য শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।