ভ্রাম্যমান প্রতিনিধি (সাহিদুর রহমান আকাশ) : আজ ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা কর্তৃক সুফল প্রকল্পের অর্থায়নে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রতিপাদ্য বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপন করেন জনাব নির্মল কুমার পাল, বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মমতাজ শিরিন ময়না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ দিঘলিয়া, খুলনা, মোঃ মনিরুল ইসলাম, অধ্যক্ষ, ডুমুরিয়া কলেজ, খুলনা, কৃষিবিদ ফজলে রাব্বি বাঁধন, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, যতীন্দ্রনাথ মন্ডল, সহকারী অধ্যাপক, শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ মফিজুর রহমান চৌধুরী, মৎস্য বিশেষজ্ঞ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর, খুলনা সার্কেল, খুলনা। অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত-কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত সংগঠন আলোর মিছিলের স্বেচ্ছাসেবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জলাভূমি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বন, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। সকলে জলাভূমি সহ জীববৈচিত্র্য সংরক্ষণে একযোগে এগিয়ে আসবে বলে অঙ্গীকার করেন।