খুলনা ভ্রাম্যমান প্রতিনিধি (শেখ সিরাজুল ইসলাম) : পাইকগাছায় চিংড়িঘের থেকে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালের দিকে স্থানীয় আরেক যুবক ঘেরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, ওই যুবক মাছ চুরি করতে গিয়ে মারের আঘাতে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহতের নাম বিশ্বজিৎ সানা (৩০)। উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানার কনিষ্ঠ পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক এসআই তানজির হোসেন বলেন, বিশ্বজিৎ সানা নামে ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গত রোববার রাতে সে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে পরিবারের লোকজন আর তাকে বাড়িতে পায়নি। সেদিন থেকে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। বুধবার সকালে সুশান্ত নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী পঙ্কজ সরদারের চিংড়িঘেরে তার লাশ ভাসতে দেখে পরিবারকে জানায়। পরে পুলিশকে জানানো হয়।
তিনি আরও বলেন, এলাকাবাসী জানিয়েছে, বিশ্বজিৎ বিভিন্ন চিংড়িঘের থেকে রাতে চুরি করে মাছ ধরত। কোনো ঘেরে চুরি করে মাছ ধরতে গেলে তাকে পিটিয়ে হত্যা করে এখানে ফেলে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, পুলিশ পরকীয়া ও চুরির ঘটনা মাথায় নিয়ে তদন্ত করছে।গত রোববার রাত থেকে বিশ্বজিৎ নিখোঁজ এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।