খুলনা পাইকগাছা প্রতিনিধি (মোঃ শফিয়ার রহমান) : খুলনার পাইকগাছায় জমির সীমানায় কলাগাছ কাটাকে কেন্দ্র করে মারপিটে স্বামী পরিত্যক্ত আলেয়া বেগম (৩৫) আহত হয়। আহত আলেয়া বুধবার রাত ৮ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে।
এ ঘটনায় মৃতের চাচা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।পুলিশ মামলার এজাহার নামীয় আসামি ময়না বেগম (৩৬) কে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত জানান, উপজেলার মাহমুদকাটি গ্রামের তোতা গাজীর ছেলে মফিজুল গাজী (৪৫) ও একই এলাকার মৃত্যু মোজাম সরদারের মেয়ে স্বামী পরিত্যক্ত আলেয়া বেগমের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ২৮ জুুন বুধবার সকালে জমির সীমানায় একটি কলাগাছ কে বা কারা কেটে ফেলে। প্রতিপক্ষ মফিজুলরা আলেয়াকে সন্দেহ করে তার সাথে বাক- বিতন্ডার এক পর্যায়ে মফিজুল গাজী, তার স্ত্রী জেসমিন বেগম (৩৬) ও তোতা গাজীর স্ত্রী আবিরণ বেগম(৬২) আলেয়াকে বেদম মারপিট করে গুরুত্বর আহত করে। আহতকে প্রথমে পাইকগাছা হাসপাতালে ও পরে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে- সেখানে বুধবার রাতে তার মৃত্যু হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, মৃতের সুরত হাল ও ময়না তদন্তের পর বৃহস্পতিবার রাতে থানায় হত্যা মামলা হয়েছে। ওই রাতেই মামলার ২নং আসামী ময়না বেগমকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আটক নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।