খুলনা পাইকগাছা প্রতিনিধি (মোঃ শফিয়ার রহমান) :
খুলনার পাইকগাছায় গাঁজা গাছ সহ মনজুরুল গাজী(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ই এপ্রিল) সকালে তার নিজ বাড়ি থেকে গাঁজা গাছ সহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে। জানা যায়, মামলার বাদী উপ পুলিশ পরিদর্শক সঞ্জিত কুমার বিশ্বাস, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার মাহমুদ কাটি গ্রামের সবুজ গাজীর ছেলে মনজুরুল গাজী (৩৫)তার বাড়ির উঠানে এক কোনায় গাঁজা চাষ করে।
এমন সংবাদে তিনি তাদের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছ সহ তাকে আটক করে। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে গাঁজা গাছসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।