খুলনা ভ্রাম্যমান প্রতিনিধি (মোঃ রিয়াজ উদ্দীন) : খুলনায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নির্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।গত ০৩/০৮/২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৫টায় খুলনা সিটি ল কলেজে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের খুলনা মহানগর শাখার উদ্যোগে এই বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষের মাঝে ফলদ-বনজ-ওষধি শতাধিক গাছ বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এ্যাড. এম এ আওয়াল, খুলনা মহানগর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি শেখ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক লিটন কুমার রায়, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সিটি ‘ল’ কলেজ শাখার সভাপতি মোঃ কামরুল গাজী, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম বাবু মোঃ জাহিদ সজল, মোঃ সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নর্থ ইউনিভার্সিটি কলেজ শাখার সভাপতি মোঃ হাসনল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম ধ্রুব, যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন জামান, দপ্তর সম্পাদক ইব্রাহিম শেখ, ওমর কামাল মাসুদ ফারহান সহ অত্র সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।