কুষ্টিয়া জেলা প্রতিনিধি (মোঃ সবুজ হোসেন) : কুষ্টিয়ার কুমারখালীতে আর-রহমান এ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপলক্ষে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
(০১ মে ২০২২) রবিবার সকাল ১১ টায় উপজেলার আলাউদ্দিন নগর সংলগ্ন, আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে যে, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে তারা এ উদ্যেগ গ্রহণ করেছেন।খাদ্য সামগ্রী হিসেবে চাল, সেমাই, চিনি, তেল, ডাল, পিয়াজ দেয়া হয়। এসময় প্রায় ১৫০ জন মানুষের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
আর-রহমান এ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, (ডিরেক্টর হেলথকেয়ার ফামাসিটিক্যালস লিঃ) উপদেষ্টা মন্ডলির প্রধান সদস্য মোকারক হোসেন লিটন
এছাড়াও সংগঠনের মধ্যে, কামরুল ইসলাম, মশিউর রহমান রিপন, ইমরান হোসেন, আজিজুল হক সবুজ, সেলিম উদ্দিন, আলাউদ্দিন, নয়ন মেম্বার সহ আরো অনেকেই।
সভাপতি মিজানুর রহমান লিটন জানান, সমাজের দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে আর-রহমান অ্যাসোসিয়েশন সংস্থাটি আমি প্রতিষ্ঠা করি। সংগঠনের নিজস্ব অর্থায়নে ১৫০ পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, আলু, ডাল, সেমাই ও চিনি দেয়া হয়। সামনের দিকে আরো বড় ধরনের কাজ করার উদ্যোগ মনে ধারণা করছেন।