অনলাইন ডেস্ক : কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শহরের টাউন হল মাঠে উৎসবের আমেজ বিরাজ করছে। পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে নগরী। দুদিন আগে থেকেই দূর-দূরান্ত থেকে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে নেতা-কর্মীরা।
শনিবার (২৫ নভেম্বর) শহরের টাউন হল মাঠে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, দলীয় নেতা-কর্মীদের হত্যা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অন্যান্য বিভাগের মতো কুমিল্লায়ও গণসমাবেশের ডাক দেয় বিএনপি।
এদিকে সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের আপ্যায়নের জন্য ৫০টিরও বেশি গরু জবাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে কুমিল্লা টাউন হল মাঠের সমাবেশস্থল পরিদর্শনে এসে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ বিষয়টি নিশ্চিত করেন।
কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজী আনোয়ারুল হক, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজিউর রহমান রাজিবসহ অন্যান্য নেতারা গরু জবাই করে নেতা-কর্মীদের আপ্যায়নের ব্যবস্থা করছেন বলে জানা গেছে।
জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, আগে-ভাগেই সম্মেলনে চলে আসা নেতা-কর্মীদের আপ্যায়ন করতে শহরের প্রবেশ পথগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। টমসনব্রিজ এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, শহরের পূর্বাঞ্চলে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব এবং পশ্চিমাঞ্চলে শাসনাগাছা এলাকায় যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আপ্যায়নের ব্যবস্থা করছেন। ৫০টিরও বেশি গরু জবাই করা হবে বলে জানান তিনি।
মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী বলেন, আপ্যায়নের জন্য আমাদের আলাদা টিম করে রাখা হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ নেতারা সমন্বয় করছেন। সমাবেশে আসা নেতা-কর্মীদের খাওয়া-দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না।
উদবাতুল বারী আবু বলেন, গণসমাবেশে যোগ দেওয়ার জন্য চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ দূর-দূরান্ত থেকে নেতা-কর্মীরা আসবেন। তাদের আপ্যায়নের জন্য মহানগর বিএনপির উদ্যোগে নগরীর প্রত্যেকটি প্রবেশমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবকদের নিযুক্ত করা হয়েছে। সমাবেশে আসা নেতা-কর্মীদের আপ্যায়নে যেন সমস্যা না হয়, সেজন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।