অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জে বাংলাদেশ পুলিশের ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে চুরি হওয়া ৬৬ লাখ টাকার পণ্যসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছেন। চোরাই পণ্যগুলো একটি চক্ষু হাসপাতাল থেকে চুরি করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম রবিউল ইসলাম উরফে নবী (৩১), আরিফুল ইসলাম রাব্বী (৩৫) ও এফ এম রেজাউল করিম (৬০)।
কিশোরগঞ্জ সিআইডির এসপি জানান, কিশোরগঞ্জ মডেল থানার লতিফাবাদ এলাকায় কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল থেকে গত ১৩ মে দিবাগত রাতে চোখ পরীক্ষা ও অস্ত্রোপচারের মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়। চুরি যাওয়া পণ্যের আনুমানিক দাম ৬৬ লাখ টাকা। এ ঘটনায় ১৭ মে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়। থানা-পুলিশ মামলাটি ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত তদন্ত করে। এরপর পুলিশ হেডকোয়ার্টার্স মামলাটির তদন্তভার কিশোরগঞ্জ সিআইডিকে দেয়। এর পরপরই সিআইডির তদন্তকারী দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও নিজস্ব বুদ্ধিমত্তায় আসামি রবিউলকে শনাক্ত করতে সক্ষম হয়। ২৯ জুলাই বিকেলে রবিউলকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি রবিউল জানান, তাঁর সঙ্গে সঙ্গে আরিফুল নামের একজন আসামি জড়িত। সঙ্গে সঙ্গে রবিউলকে ঢাকায় নিয়ে তাঁর তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরিফুলকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে রবিউল আরও জানান, চুরি করা মালামাল এফ এম রেজাউল করিম নামের এক ব্যক্তির কাছে রেখেছেন তিনি। এরপর রেজাউলের ঠিকানায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার এবং কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের চুরি যাওয়া একটি লেজার মেশিন, একটি ভি স্ক্যান মেশিন, একটি ওসিটি মেশিন এবং একটি স্লিপ ল্যাম্প উদ্ধার করা হয়। এসব চিকিৎসাসামগ্রীর মোট আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা।