বিশেষ প্রতিনিধি (সজীব আল হোসাইন) : অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং সেবা প্রদানে এমন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ।চলতি বছরের ফেব্রুয়ারি মাসের হিসাবে জেলার ১০৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে অষ্টগ্রাম সদর ইউনিয়ন এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান মুঠো ফোনের বলেন- কোনো কাজই সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়। সবাই সার্বিক সহযোগিতা করলে কোনো কাজই কঠিন থাকে না। কাজের স্বীকৃতি পেয়ে আমি সত্যিই আনন্দিত। এ সম্মান আমার সদর ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিম প্রধান হিসেবে কাজ করছি মাত্র। এ কাজে আমাকে সার্বিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ ও ইউনিয়ন পরিষদ এর সচিব মোঃ বোরহান উদ্দীন, হিসাব সহকারী খাইরুল ইসলাম, টেক্স কালেক্টর আল আমীন, দফাদার ও গ্রাম পুলিশদের পরিশ্রমের ফল জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছি তাই আমি তাদের কাছে কৃতজ্ঞাতা প্রকাশ করছি।