তানজিল সরকার : কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়ন“র উত্তর পাড়া নাগর বাড়ি“র ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সমাজ কল্যাণ সম্পাদক, জাতীয় ক্রাইম ম্যাগাজিন পাক্ষিক অপরাধ জগত এর ভৈরব প্রতিনিধি, নাগর টিভির ব্যবস্থাপনা পরিচালক, শামসুল হক মামুনের বাড়িতে গত ১৬/০৩/২৩ইং আনুমানিক রাত ২টার সময় বসত ভিটার পাশে আলগা ঘরে বাহিরে থাকা জলন্ত লাইট খুলে অন্ধকার করে কিছু দুঃস্কৃতিকারী আলগা ঘরে থাকা বাশ লাকরীতে আগুন জালিয়ে পালিয়ে যায়।
এসময় বাঁশ লাকরী পুড়ার শব্দ শুনে শামসুল হক মামুনের ছোট বোন বসত ঘর থেকে ছুটে এসে চিৎকার করলে পাড়া প্রতিবেশি জহিরুল ইসলাম এবং তার পরিবার এবং প্রতিবেশিরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ঘর এবং মালামাল পুড়ে ছাই হয়ে গেছে । কে বা কারা এই কাজ করেছে এর কোন হদিস পাওয়া যায়নি তবে শামসুল হক মামুন সাংবাদিক পেশায় জড়িত আছেন প্রায় সময় মাদক,জোয়া ডাকাতির পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরী করছেন দীর্ঘ্যদিন যাবৎ। মাদক কিংবা ডাকাতির সাথে যারা জড়িত এদের কেউ এই কাজ করেছেন বলে সন্দেহ করছেন শামসুল হক মামুন ভয় দেখানোর জন্য, আমাকে থামানোর জন্য এই কাজ করেছে ।
এই অগ্নিকান্ডের ঘটনায় ভৈরব রিপোটার্স ক্লাবের সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী,সাধারণ সম্পাদক আলাল উদ্দিন তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের নিকট সুষ্টু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে সোসাল মিডিয়ায় ক্ষুব প্রকাশ করেছেন। ভৈরব উপজেলায় কর্মরত সকল গণ্য মাধ্যম কর্মীরা নিজস্ব ফেসবুক আইডিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। কালিকা প্রসাদ ইউপি ১নং ওয়ার্ড মেম্বার কাওছার মিয়া ও ইউপি চেয়ারম্যান লিটন মিয়া দু:খ প্রকাশ করেছেন ।
উক্ত বিষয়ে উপর ভৈরব থানায় শামসুল হক মামুনের বড় ভাই মোবারক হোসেন সুমন বাদী হয়ে ১৮/০৩/২৩ তারিখ থানায় ৭/৮ জন অজ্ঞাত আসামী করে একটি অভিযোগ করা হয় । শামসুল হক মামুন প্রশাসনের নিকট পরিবারে নিরাপত্তা এবং প্রকৃত অপরাধীদের খুজে বের করে আইনি শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন ।