বিশেষ প্রতিনিধি (সজীব আল হোসাইন) : খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিঘোষিত ১০ দফা দাবি আদায় করা হবে।আল্লাহ যদি সত্য হয়,চন্দ্র-সূর্য যদি সত্য হয়,দেশের মানুষ যদি সত্য হয় তাহলে এ দেশে ১০ দফা বাস্তবায়ন হবেই।তাছাড়াও তিনি বলেন, সরকারের অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতনের পাশাপাশি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছেন।তারা এ অবস্থা থেকে মুক্তি চান। তাই তীব্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে বিদায় করা হবে। এখন আন্দোলনের ওয়ার্মআপ চলছে। রোজার পর শুরু হবে সরকার পতনের একদফা চূড়ান্ত আন্দোলন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংসদ ভেঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (১১ মার্চ) দুপুরে কিশেরেগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন ফজলুর রহমান।
সাবেক এ এমপি আরও বলেন, একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল আওয়ামী লীগের। কিন্তু আজ আমাদের দাবির কথা শুনলে শেখ হাসিনার গা জ্বালা করে। কিন্তু বিএনপি এ দাবি আদায় করেই ছাড়বে। শেখ হাসিনাকে বিদায় করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করবে বিএনপি।
এসময় অন্যদের বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সহ-সভাপতি রুহুল হুসাইন, আইনজীবী শরীফুল ইসলাম, জালাল উদ্দিন ও জালাল মুহাম্মদ গাউস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক প্রমুখ।
কৃষকদল, শ্রমিকদল, তাঁতিদলসহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।