বিশেষ প্রতিনিধি (সজীব আল হোসাইন) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ইতালির ভেনিস শাখার নীতি আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ভেনিস শাখা বিএনপি’র নেতা আরফান মিয়া কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ১১ফ্রেরুয়ারি ২০২৩ তারিখে ভেনিস শাখা বিএনপি সভাপতি আবদুল আজিজ সেলিম ও সাধারণ সম্পাদক শমসের আকবর পলাশ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা আব্দুল্লাহপুর ইউনিয়নে তিনি ছাত্র জীবন থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে ভালোবেসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন নিঃস্বার্থ কর্মী হিসেবে দলের জন্য কাজ করছেন।
নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আরফান মিয়া সঙ্গে মুঠো ফোনের প্রতিক্রিয়ায় জানতে চাইলে তিনি জানান, প্রথমত আমার ওপর আস্থা রেখে ভেনিস শাখা বিএনপি”র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ও ইতালি বিএনপি সভাপতি হাজী আব্দুল রাজ্জাক এবং সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়াও তিনি জানান, আমাদের লক্ষ্য সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করা। গণতান্ত্রিক পরিবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা এবং ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনের মধ্যদিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।