সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সখীপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ এর কৃষিশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো: আব্দুর রহমান ও কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের জ্যৈষ্ঠ প্রভাষক মোঃ আশরাফুর রহমান এর পিতা কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের বাসিন্দা আলহাজ্জ আব্দুর রউফ মোড়ল (৭৬) এর দাফন সম্পন্ন হয়েছে।
তিনি ১০ অক্টোবর মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ১০ অক্টোবর’২৩ মঙ্গলবার বাদ মাগরিব উজিরপুর আব্দুল হামিদ খান স্মৃতি ফুটবল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
উজিরপুর বাজার বায়তুন নুর জামে মসজিদের আমৃত্যু সভাপতি, চম্পাফুল ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের ইউপি সদস্য, সমাজসেবক, সুমিষ্টভাষী,পরোপকারী ব্যক্তিত্ব মরহুম আলহাজ্জ আব্দুর রউফ মোড়ল এর নামাজে জানাযা পরিচালনা করেন উজিরপুর বাজার জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা মো: আব্দুল আজিজ।
মরহুম আলহাজ্জ আব্দুর রউফ মোড়ল এর ৪ পুত্র, ২ জামাতা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, সরকারি কেবিএ কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সংবাদকর্মী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ তথা নানা শ্রেণি-পেশার প্রায় ৬/৭ শত মুসল্লীর উপস্থিতিতে জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা রাখেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের কৃষি শিক্ষা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মো: আব্দুর রহমান, মরহুমের বিয়াই ও জেলা কোর্ট মসজিদের পেশ ইমাম, আশাশুনির শোভনালী ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম বা খতিব। নামাজে জানাযা শেষে মরহুম আলহাজ্জ আব্দুর রউফ মোড়ল কে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ মাস যাবৎ হার্ট সহ বিভিন্ন অসুখে গুরুতর অসুস্থ হলে সন্তানদের পক্ষ থেকে সাধ্যমত সকল ধরনের চিকিৎসা অব্যাহত রাখেন। এক পর্যায়ে ১০ অক্টোবর মঙ্গলবার সকাল ৭.৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি জ্যেষ্ঠ পুত্র ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: আব্দুর রহমান, ২য় পুত্র ও কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: আছাফুর রহমান, ৩য় পুত্র ও ব্যবসায়ী মাহবুবুর রহমান, কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সহকারী পরিচালক মো: তৈয়েবুর রহমান, কন্যা আরিফা ও শরীফা, জামাতা, ভগ্নিপতি, ভাগনা, নাতি-পোতা সহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী। ঢাকা থেকে মরহুম আলহাজ্জ আব্দুর রউফ মোড়ল এর মরদেহ গতকাল মঙ্গলবার বিকাল ৪ টা ৫০ মিনিটে গ্রামের বাড়ী উজিরপুরে পৌঁছায়।
এদিকে মরহুম আলহাজ্জ আব্দুর রউফ মোড়ল এর মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম সহ সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।