সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি : অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ১১ অক্টোবর সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপন মহড়ায় কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আলী আকবরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা অংশগ্রহণ করেন এ সময় প্রথমে ভূমিকম্প পরে অগ্নি নির্বাপন মহড়ায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও এম খাতুন সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সকল শিক্ষার্থীরা ও শিক্ষকরা দেখেন ও অংশগ্রহণ করেন।
মহড়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাছুর সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক এর সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গা রানী, বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো মুজিবুর রহমান, সহকারী শিক্ষক নিত্যানন্দ সরকার, সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস, সহকারী শিক্ষক আবু রাহানুস সিদ্দিক, সহকারী শিক্ষক তপন কুমার ঘোষ, সহকারী শিক্ষক তুহিন হুদা, ও ওয়ার্ল্ড ভীষণ বাংলাদেশের প্রতিনিধি বিপ্লব তফাদার প্রমুখ।
ভূমিকম্প হলে এসময়ে করনীয় কি ও গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আগুন নিভানোর কলা কৌশল দেখানো হয়। আগামী ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এ উপলক্ষে এই মহড়ার আয়োজন করা হয়।