অনলাইন ডেস্ক : ইতোপূর্বে হালদায় একের পর এক ডলফিন পাওয়ার খবর পাওয়া গেলেও এবার কর্ণফুলী নদীতে মিলছে ডলফিনের বাচ্চা। জেলেদের জালে ডলফিনটি আটকা পড়ে।
আজ ১ আগষ্ট, রবিবার দুপুরে চান্দগাঁও থানার হামিদচর এলাকার এক জেলে তা তীরে আনেন। পরে স্থানীয়রা মৃত এই ডলফিনকে নিয়ে খেলা করতে থাকে।
স্থানীয় ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, ‘আমাদের এলাকায় হামিদচরে কিছু ছেলে প্রায় আড়াইফুট লম্বা একটা ডলফিনকে নিয়ে বালির মাঠে খেলা করছিল। তারা বলেছে, এটি কর্ণফুলীতে জেলের ভাসা জালে আটকা পড়েছিল। তবে যখন তীরে আনা হয় তা মৃত অবস্থায় ছিল।’