1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
December 14, 2024, 9:59 pm
শিরোনাম
সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তা কর্তৃক সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে মানবন্ধন সাতক্ষীরা ডিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক আটক- ০১   জিডি হলে এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে যেতে হবে: ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি সচেতন নাগরিক কমিটির আয়োজনে তথ্যমেলা-২০২৪ অনুষ্ঠানে সাতক্ষীরার এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে আন্তরিকভাবে কাজ করতে হবে: আইজিপি বাহারুল আলম সাতক্ষীরার ব্যুরোচিফ হিসেবে সাংবাদিক শহিদুল আলমকে নিয়োগ দিয়েছে দৈনিক একুশের বাণী পত্রিকা মামলায় নাম থাকলেই পাইকারিভাবে কাউকে গ্রেফতার করা হবে না: আইজিপি বাহারুল আলম আগামী ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে আ.লীগের সমাবেশ ছাত্রদলের সঙ্গে ২৭ সংগঠনের বৈঠকে দাওয়াত দেওয়া হয়নি শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও নার্সিং কলেজ পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টা আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশকে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: আইজিপি বাহারুল আলম বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান পুনাক সভানেত্রী আফরোজা হেলেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ পুত্র সন্তানের বাবা হলেন টাইগার মোস্তাফিজ ঝালকাঠির রাজাপুরে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকণ্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরার কলারোয়ায় প্রধান শিক্ষক আনছার আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় ৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ সাতক্ষীরার নারীরা কিভাবে স্থানীয় সম্পদ ব্যবহার করে এলাকার উন্নয়ন করতে পারে তার প্রশিক্ষণ অনুষ্ঠিত

করোনা সংক্রমণ প্রতিরোধে ২১ মার্চ থেকে দেশব্যাপী পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচী: আইজিপি

  • আপডেট সময় Thursday, March 18, 2021

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পুলিশ করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ২১ মার্চ থেকে ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ শ্লোগানে দেশব্যাপী উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করবে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আজ বৃহস্পতিবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

আইজিপি বলেন, কোভিড-১৯ মোকাবেলায় এ সময় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে উদ্বুদ্ধকরণ সভা করা হবে। এ সময় দরকার হলে পুলিশ জনগণের মাঝে মাস্কও বিতরণ করবে। কোন স্বেচ্ছাসেবী সংগঠন পুলিশের সাথে এ কার্যক্রমে অংশগ্রহণ করতে চাইলে তাদেরকে সাদর আমন্ত্রণ জানান আইজিপি।

আইজিপি বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণের এক বছর পার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সফল উদ্যোগ ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং দেশের জনগণের সার্বিক সহযোগিতায় আমরা করোনা মোকাবেলায় সক্ষম হয়েছি। করোনা মোকাবেলায় যে ৮টি দেশ সাফল্য দেখিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। করোনা মোকাবেলায় সাফল্যের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম। আবার, করোনার টিকা পাওয়া ২২টি দেশের তালিকায়ও রয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, এ পর্যন্ত দেশের ৪৫ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন। করোনারি টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। আমাদের দেশের লোকসংখ্যা ১৮ কোটি। দেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম গতিশীল হওয়ার সাথে সাথে করোনা প্রতিরোধমূলক ব্যবস্থায় শিথিলতা পরিলক্ষিত হচ্ছে।

আইজিপি বলেন, আমরা আকস্মিকভাবে বর্তমানে করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করছি। প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। আমাদেরকে করোনা সংক্রমণ মোকাবেলা করতে হবে। আবার, দেশের অর্থনীতিও সচল রাখতে হবে। আমরা চাই না, অনাকাঙ্ক্ষিতভাবে কেউ অসুস্থ হোক অথবা কারো মৃত্যু হোক। এজন্য করোনা মোকাবেলায় প্রত্যেককে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরতে ভুলে না যাওয়ার জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানান আইজিপি। এছাড়া, করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতেও অনুরোধ করেন তিনি। তিনি বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আমাদের সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এ সময় কোন ধরনের সভা-সমাবেশ আয়োজন না করাই ভালো। কোন ধরনের সভা-সমাবেশ করতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি পাওয়া গেলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে তার আয়োজন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 ManobChitra
Theme Customized By BreakingNews