নিউজ ডেস্ক : দৃশ্যত কিছুটা ঢিলেঢালা হলেও সাতক্ষীরায় অব্যাহত লকডাউনে জীবন যাত্রা অচল হয়ে পড়েছে। আভ্যন্তরীন ও দুরপাল্লার যানবাহন বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে আছে।
স্থানীয় পর্যায়ে কিছু ছোটখাটো ইঞ্জিন ও ব্যাটারি চালিত যানবাহন পুলিশের সাথে লুকোচুরি খেলে চলাচল করলেও তার সংখ্যা খুবই কম। একেবারে অসহায় অবস্থান দিন আনা দিন খাওয়া কিছু কর্মজীবী ঘরের বাইরে আসতে বাধ্য হচ্ছেন।
জেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে গত ৫ জুন থেকে। এ সময় স্থানীয়ভাবে ৪ সপ্তাহ এবং সারাদেশের ২ সপ্তাহের লকডাউন শেষে ঈদে ৮ দিনের বিরতির পর ২৩ জুলাই থেকে আবারো লকডাউন।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ১৪ টি মোবাইল কোট পরিচালনা করেন। এ সময় ৫০ টি মামলার বিপরীতে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।