কক্সবাজার বিশেষ প্রতিনিধি (মোঃ সেলিম উদ্দিন) : ০৯ অক্টোবর রোজ রবিবার বিকেল ৩.০০ ঘটিকায় উখিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপকূলীয় অঞ্চলে মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা উঠান বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: জাহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া কলেজ এর সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আমানত উল্লাহ সাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের এর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ জালাল আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মৌলানা মো: ইসমাইল, সংগঠনের উপদেষ্টা মো: হোসাইন, এডভোকেট জাহেদুল ইসলাম, সামাজিক ব্যক্তিত্ব আবু তাহের, সাধারণ সম্পাদক ওসমান গণি প্রমুখ।
সভার সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার। আলোচনা সভায় অতিথিবৃন্দরা মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং যুব সমাজ তথা সমাজের সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান করেন। আলোচনা শেষে সবাই মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করেন।