কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : কক্সবাজারে কথা–কাটাকাটির জেরে মোহাম্মদ আরিফ (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৯মে) বেলা সাড়ে তিনটার দিকে শহরের দক্ষিন টেকপাড়া কালুর দোকান কচ্ছপিয়া পুকুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত যুবক রামু খালিয়াছড়া, জোয়ারিনালা এলাকার আব্দুল মোতালেবের পুত্র।
ছুরিকাঘাতের অভিযোগ তুলেন, নিহত যুবকের বন্ধু মেহেদীর বিরুদ্ধে।
বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, নিহত আরিফ ও যে ছুরির আঘাত করেছে দুজন বন্ধু। কিছুদিন আগে তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়া নিয়ে মঙ্গলবার আবারো দুই বন্ধুর মধ্যে বাকবিতন্ডা হয়। এইসময় এক পর্যায়ে তাকে ছুরির আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনা জড়িতের আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।