কক্সবাজার বিশেষ প্রতিনিধি (মুজাহিদ ওসমান) : কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য হিফয শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার আয়োজনে ১৬/০৩/২০২৩ ককসবাজার পাবলিক হল অডিটোরিয়ামে ১৪৪৩/৪৪ হিজরী সনের হিফয সমাপনি ছাত্র/ছাত্রীদের পাগড়ি ও হিজাব প্রদান উপলক্ষে ৫ ম দস্তারে ফজিলত সম্মাননা ও অভিভাবক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উস্তাজুল হুফফাজ, কাটাখালী মজিদিয়া ছিদ্দিকীয়া মাদরাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শাহজাদা মাওলানা হাফেজ মুহাম্মদ মাছুম সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল মা’আরিফ আল ইসলামিয়া চট্টগ্রামের নায়েবে মুদির, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, আল্লামা ফোরকানুল্লাহ খলীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিংগা এমদাদুল উলুম মাদরাসার সম্মানিত হিফয বিভাগীয় প্রধান উস্তাজুল হুফফাজ হাফেজ মাওলানা মুহাম্মদ ইলিয়াস, কক্সবাজার রহমানিয়া মাদরাসার সম্মানিত পরিচালক, ককসবাজার ইমাম পরিষদের সভাপতি মাওলানা মূফতী হাফেজ সোলাইমান কাসেমী, কক্সবাজারের বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ নুরুল আলম আল মামুন,লোহাগাড়াস্থ ফাতিমাতুয্যাহরা ( রা.) মহিলা মাদরাসার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী,কোট বাজার তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহ,।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজীর পরিচালনায় অনুষ্ঠিত দস্তারবন্দী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমছড়ি তালীমুল কুরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শামসুল আলম, মাদরাসা যায়েদ বিন সাবেত( রাঃ) এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মুবিনুল হক।
সকাল বারোটায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ককসবাজারের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মা’হাদ আন নিবরাসের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জিয়াউল হক।
দস্তারবন্দী সম্মানা অনুষ্ঠানে প্রধান অাকর্ষণ ছিলেন মারকাযুশ শায়খ ইলিয়াস লাহোরীর প্রতিষ্ঠাতা পরিচালক উস্তাজুল হুফফাজ শায়খ ক্বারী ইলিয়াস লাহোরী, এতে মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার চেয়ারম্যান হাফেজ কাজী জয়নাল আবেদীন, এই সুন্দর অনুষ্ঠানে তিলাওয়াত করেন রামু জামিয়াতুল উলুম মাদরাসার ক্বেরাত বিভাগের উস্তাদ মাওলানা ক্বারী হুমায়ুন রশীদ, হাফেজ ক্বারী আবু বকর।
এবছর চারজন মহিলা হাফেজা কে এবং ৯ জন শিক্ষার্থীদের অর্থাৎ ১৩ জন হাফেজ এবং হাফেজাকে দস্তারে ফজিলত, সনদ এবং ক্রেষ্ট প্রদান করা হয়। সম্মননা প্রদান করার সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, বিশিষ্ট হাফেজ এবং হাফেজে কুরআন দের গর্বিত পিতা এবং অভিভাবক / অভিভাবিকাবৃন্দ। উপস্থিত ছিলেন।