1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
October 7, 2024, 7:35 pm
শিরোনাম
নামাজরত মুসল্লির মাথায় ছাতা ধরে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য দীপ্ত রায় সাতক্ষীরায় চাঁদাবাজি কালে যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ তিন চাঁদাবাজ আটক বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে: আসিফ মাহমুদ নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা সাতক্ষীরায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আটক- ১ সাতক্ষীরা সদর ও তালা থানাধীন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ডিবি কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল: ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক অলসতা করবো শেষ, বেকার মুক্ত বাংলাদশ: স্লোগানে আত্মপ্রকাশ করলো মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে অস্ত্রসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি

কক্সবাজারের রামুতে প্রতিবেশীর শারীরিক ও মানসিক অত্যাচার সয়তে না পেরে বিষপানে আত্নহত্যা করেছে এক গৃহবধূ

  • আপডেট সময় Monday, July 4, 2022

কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা খোন্দাকারপাড়ায় প্রতিবেশীর শারীরিক ও মানসিক অত্যাচার সয়তে না পেরে বিষপানে সাবিকুন নাহার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৩ জুলাই) দুপুর ১টায় নিজ বসত ঘরে বিষপান করে আত্নহত্যা করেছে বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন।

খবর শুনে নিহত সাবিকুন নাহারের বোনের জামাই এসে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে আইসিওতে নিয়ে গেলে সেখানে সাবিকুন নাহারের মৃত্যু হয়। নিহত সাবিকুন নাহার ৫ সন্তানের জননী, তার দুই ছেলে ও ৩ মেয়ে রয়েছে।

নিহত সাবিকুন নাহার মিঠাছড়ির চেইন্দা খোন্দাকারপাড়ার মৃত মোহাম্মদ ইসহাক এর ছেলে মৃত আব্দুর রহিমের স্ত্রী।

নিহতের বড় মেয়ে সাদিয়া আক্তার বলেন, আমার পিতার মৃত্যুর পর থেকে আমার মা আমাদের অনেক কষ্ট করে লালনপালন করে আসছে,এবং অনেক কষ্ট করে ধারদেনা করে আমার বিয়ে দিয়েছে।এমনকি আমার ছোট ভাইবোনদের অশিক্ষিত না রেখে লেখাপড়া করতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছে।

সাদিয়া আক্তার আরও বলেন,দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবুল কালাম এর স্ত্রী হোসনে আরা ও শামশু আলমের স্ত্রী দিলদার বেগম মিলে সকলে আমার মা সাবিকুন নাহার কে নানান প্রকার অত্যাচার চালিয়ে আসছে,প্রায় সময় আবুল কালাম এর স্ত্রী হোসনে আরা তার স্বামীর সাথে সাবিকুন নাহারের অবৈধ সম্পর্ক আছে বলে ঘরে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারীরিক নির্যাতন করতো।

এবিষয়ে অনেকবার স্হানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিকে অবগত করা হলে তার সমাধান করে দেয়ার আশ্বাস দেন এবং বিচারের দিন ঠিক করে।

এরপরও আবুল কালামের স্ত্রী হোসনে আরা কারো কথা শুনে আমার মা সাবিকুন নাহার কে অত্যাচার শুরু করে এবং শারীরিক নির্যাতন করে।ফলে আমার মা হোসনে আরার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘরে এসে বিষপান করে আত্নহত্যা করে।

নিহতের আত্নীসজনরা বলেন,প্রতিবেশী হোসনে আরা তার স্বামী আবুল কালামের সাথে সাবিকুন নাহারের অবৈধ সম্পর্ক আছে বলে প্রায় সময় সাবিকুন নাহারকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।এবিষয়ে স্হানীয় জনপ্রতিনিধি বিচার করে দিবে বলে উভয়পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দেন।তারপরও হোসনে আরা অত্যাচার বন্ধ না করে প্রতিনিয়ত জ্বালাতন করে আসছে।

ঘটনার কয়েকদিন আগে আরেক প্রতিবেশী শামশু আলমের স্ত্রী দিলদার বেগম হোসনে আরা কে গিয়ে বলে- তোমার স্বামী আবুল কালাম সাবিকুন নাহারের সাথে বেড়াচ্ছে,হোসনে আরা এই কথা শুনে সাথে সাথে সাবিকুন নাহারের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ সহ শারীরিক নির্যাতন করে।

আবুল কালাম তার স্ত্রী হোসনে আরা, শামশু আলম ও তার স্ত্রী দিলদার বেগম মিলে নির্যাতন করে সাবিকুন নাহারকে মেরে ফেলেছে। তারা সাবিকুন নাহারকে বিষপানে আত্নহত্যা করতে বাধ্য করেছে। এ ব্যাপারে আমরা আইনের শরণাপন্ন হবো এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

নিহতের পরিবারের দাবি, প্রতিবেশী হোসনে আরা তার স্বামী আবুল কালাম এবং শামশু আলমের স্ত্রী দিলদার বেগম তাদের সকলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাবিকুন নাহার বিষপানে আত্নহত্যা করেছে। তারা ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপার সহ রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগীতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 ManobChitra
Theme Customized By BreakingNews