কক্সবাজার বিশেষ প্রতিনিধি (ওসমান গনি চৌধুরী) : কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আব্দু সালাম (৪৫) নামে এক বিএনপি নেতা বিশিষ্ট আলেমেদীন মাওলানা ইউনুসকে দেশীয় অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ঘিলাতলী এলাকার মাদ্রাসা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, আহত মাওলানা ইউনুস স্থানীয় জনদরদী অভিভাবক ঘিলাতলী মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা পরিচালক।
দীর্ঘ কয়েক বছর যাবৎ মাওলানা ইউনুসের হাতেগড়া ঘিলাতলীর হিফজ মাদ্রাসা ও মসজিদকে জবর দখল করার পায়তারা চসলিয়ে আসছে আব্দু সালাম গং।
ওই চিহ্নিত সন্ত্রাসী পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বাদ যুহর মাওলানা ইউনুস এর প্রতিষ্ঠিত মাদরাসা, মসজিদ দখলে নিতে আসলে বাধা দিলে হামলা চালিয়ে গুরতর আহত করে।
এসময় সন্ত্রাসীরা লোহার রড দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত হয় মাওলানা ইউনুস।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এদিকে আহত মাওলানা ইউনুসের পরিবার অভিযোগ করে বলেন, সন্ত্রাসী আব্দু সালাম গং মাওলানা ইউনুস এর প্রতিষ্ঠিত মাদ্রাসা মসজিদের দখলে নিতে বেশ কয়েক বছর যাবৎ দখলে নেওয়ার পায়তারা চালিয়ে আসছে। আজকে সদলবলে ভসড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দখলে নিতে আসলে মাওলানা ইউনুস বাঁধা দিলে আব্দু সালাম ও তার জামতা মনির সিকদার, তার ছেলে মাহিন সিকদারসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন তারা।
তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে বিহীত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।