কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং উলুবনিয়া এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজির মুখামুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
গতোকাল শুক্রবার (১০মার্চ২০২৩) রাত ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের এসআই মো. আলমগীর।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফগামী একটি কাভার্ডভ্যান
(ঢাকা মেট্রো-ট-২৪-৪৬৩৭) হোয়াইক্যং – কক্সবাজার মুখী যাত্রীবাহি সিএনজি (কক্সবাজার-থ-৬৭২৪) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে দূর্ঘটনায় পতিত এক নারীকে আশংকাজনক অবস্থায় স্থানীয় এমএসএফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হোয়াইক্যং হাইওয়ে থানার এটিএসআই মো. আব্দুস সবুর হাসপাতাল থেকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।