কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : এক ছাদের নিচে নিরিবিলি পরিবেশে নিত্য প্রয়োজনীয় দেশ-বিদেশের সকল ব্রান্ডের পন্যের সমাহার নিয়ে কোটবাজার মধ্যম ষ্টেশনে শুভ উদ্বোধন হয়েছে শীতাতপনিয়ন্ত্রিত গ্রীনবার্ড সুপারশপ।
খতমে কুরআন, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে গতকাল ২ সেপ্টেম্বর শুক্রবার বাদে জুমা গ্রীনবার্ড সুপার শপের শুভ উদ্বোধনকরেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা নুরুল হুদা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্ররাসার আরবি প্রভাষক হযরত মাওলানা আবুল ফজল, কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিম হযরত মাওলানা রহমত উল্লাহ, কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বেলাল উদ্দিন, ইউপি সদস্য নেজাম উদ্দিন দুলাল, সমাজ সেবক মাষ্টার কামাল উদ্দিন, মাষ্টার জাহাঙ্গীর আলম, সমাজ সেবক সরওয়ার কামাল সহ কোটবাজারের গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রহমত উল্লাহ।
ঐতিহ্যবাহী কোটবাজার মধ্যম ষ্টেশন সুলতান মাহমুদ চৌধুরী মার্কেটে মনোরম পরিবেশে অবস্থিত গ্রীনবার্ড সুপারশপের স্বত্বাধিকারী মোঃ শাহজাহান বলেন, গ্রাহক সেবায় আমাদের প্রধান লক্ষ্য। আমরা গ্রাহকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে এবং এক দোকানে যাতে তাদের নিত্য প্রয়োজনীয় সব পন্য সামগ্রি সীমার মধ্যেই পেয়ে এক দোকান থেকেই ক্রয় করতে পারবেন। আমাদের দোকানটির বৈশিষ্ট্য হলো একের ভিতরেই সব, এখানে সব ধরনের পন্যই পাওয়া যাবে। এছাড়াও বিকাশ, নগদ, ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে মুল্য পরিশোধের সুবিধা রয়েছে।