কক্সবাজার জেলা প্রতিনিধি(আবদুর রহিম) : কক্সবাজারের উখিয়ায় ১৬ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উখিয়ার লম্বাশিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১/ইস্ট এর এফ/৯ ব্লকের সোনা মিয়া চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় নকল টাকা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, উখিয়ার মরিচ্যার পশ্চিম হলদিয়া পালং এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ রহিম (২৩) ও একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে সারোয়ার কামাল (১৮)।
এ তথ্য জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারেকুল ইসলাম তারেক।
তিনি আরও জানান, আটক দুজনকে উখিয়া থানায় সোপর্দ এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।