প্রেস বিজ্ঞপ্তি : উখিয়ার কুতুপালং এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ৯০০ ক্যান এনার্জি ড্রিংক ও ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজন গ্রেফতার।
গতকাল মঙ্গলবার ৫ এপ্রিল রাত ৮.০৫ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, মাহমুদুল্লা ওরফে ইসমাইল (২৬), (রোহিঙ্গা),কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং ক্যাম্প নং-৭ এর মৃত নুরুল আমিন এর ছেলে এবং মোস্তাক আহাম্মদ (৩২) একই থানাধীন সেতেনির বটতলী পশ্চিম মরিচ্যা এলাকার মৃত হাছু মিয়ার ছেলে।
র্যাব-১৫, এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়াস্থ একটি গোডাউনের ভিতর আমদানী নিষিদ্ধ বিদেশী এনার্জি ড্রিংক ও সিগারেট মজুদ রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেরে পালানোর চেষ্টাকালে দুইজন কে আটক করে।
তিনি আরও জানান, পরে তাদের হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে আমদানী নিষিদ্ধ সর্বমোট ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেট (৫৯,২০০ শলাকা) ও ৯০০ ক্যান এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়। আসামীদের কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।