কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : কক্সবাজারে উখিয়ায় ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বৃহসপতিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা, চেয়ারম্যান এসএম ছৈয়দ আলম প্রমুখ।
সভায় ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।