কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : শনিবার (২৩ সেপ্টেম্বর) উখিয়া প্রেসক্লাব এর আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুরুতে উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার কর্মশালা উদ্বোধনী বক্তব্য রাখেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পন স্বরূপ। সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দিক গুলোর মধ্যে সাধারণ মানুষকে সচেতন করা। রাষ্ট্রের অসঙ্গতি তুলে ধরা। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। এ ধরণের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত কাজে গুণগত মানউন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপ এর ডেপুটি ডিরেক্টর এন্ড হেড অব কমিউনিকেশন তানজিনা শারমিন। ফ্রেন্ডশিপ এর সিনিয়র ডিরেক্টর মোহাম্মদ শামীম রেজা।
কর্মশালায় ‘সীমান্ত সাংবাদিকতা’ উপর প্রশিক্ষণ প্রদার করেন দেশ টিভির সাবেক সম্পাদক সুকান্ত গুপ্ত অলক। ‘মোবাইল সাংবাদিক’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন রয়টার্স এর বাংলাদেশ প্রতিনিধি স্যাম জাহান। ‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দি ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়। সঞ্চালনা করেন উখিয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক রতন কান্তি দে।