কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : কক্সবাজারের উখিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
উখিয়ায় স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানাম আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল ১০:৩০ হইতে ১১:৩০ ঘটিকা পযর্ন্ত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান হোসাইন সজীব।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমেদ, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুনেছা বেবী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার মোহ বদরুল আলম, কক্সবাজার দক্ষিণ বন সংরক্ষণ উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।
বক্তব্যে বলেন, দুর্যোগে এলাকার সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। ঘূর্ণিঝড় জলেশ্বাস পাহাড কাটা এবং ভূমিধস আমার দুর্যোগ প্রবন দেশ যে কোন সময় দুর্যোগ হতে পারে তাই সর্বদা প্রস্তত থাকার আহ্বান জানিয়েছেন।