কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : কক্সবাজারের উখিয়ার তাজমির খোলা রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় আরো একজন গুরুতর আহত হয়েছে।নিহতরা হলেন উখিয়ার১৩নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৪ ব্লকের বাসিন্দা বেজা আলীর ছেলে মোঃরফিক(২২)ও একই রোহিঙ্গা ক্যাম্পের মোঃহোসেনের ছেলে মোঃ রফিক (২০)।ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।২১মার্চ মঙ্গলবার দুপুরে উখিয়ার১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৪ব্লকে এ ঘটনা ঘটে।
জানা যায়,উখিয়ার ১৩নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৪ব্লকে একদল মুখোশধারী অবস্থান করছিল।এসময় মুখোশধারী ব্যক্তিরা দুইজনকে গুলি করে হত্যা করেন।এসময় আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন।নিহতদের দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।গুলিবিদ্ধ হলেন উখিয়ার ১৩নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোঃহোসেনের ছেলে মোঃ ইয়াসিন(২৮)।পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা করা হয়।