কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : কক্সবাজারের উখিয়ার রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে ৮০হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১৫।এরমধ্যে একজন রোহিঙ্গা।অপর দুইজন স্হানীয় বাসিন্দা।
আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হোসাইন আহাম্মদের ছেলে
আবুল কালাম (৩৩),নাইক্ষ্যংছড়ি উপজেলার আজুখাইয়া গ্রামের কবির আহম্মদের স্ত্রী লায়লা বেগম (৩৫)ও রফিক উদ্দিনের স্ত্রী মরিয়ম খাতুন(৩০)।আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গত শনিবার (৬ মে) রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পূর্বপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের তল্লাশী করে তাদের হেফাজত থেকে সর্বমোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত মাদক ব্যবসায়ীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে টেকনাফ ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।