সাতক্ষীরা তালা প্রতিনিধি (মো: রাকিব) : বিবিসিএফ অন্তর্ভূক্ত ওয়াইল্ডলাইফ মিশন এর তথ্য-সহযোগীতা ও অংশগ্রনে ঢাকা বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সদস্য শেখ জসিমের নেতৃত্বে গত ০৮ আগস্ট ২০২২ ইং তারিখ অনুমান সকাল ৮.৩০ টায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামের সরদার পাড়া সংলগ্ন দক্ষিণ পাশে মাঠের পাট জাগের উপর পেতে রাখা ০৫ টি শালিক শিকারের চটিফাঁদ, শিকারকৃত দুই প্রজাতির ১৫ টি শালিক, ০১ টিয়া ও ০১টি ঘুঘু সহ গ্রামের শিকারী শাহিনুর গাজীকে হাতেনাতে ধৃতপূর্বক মৌখিকভাবে মুচলেকা গ্রহন সহ ফাঁদ ও পাখি উদ্ধার ও প্রকৃতিতে অবমুক্ত পূর্বক ফাঁদগুলো নষ্ট করা হয়।
ফাঁদ-সরজ্ঞাম ও পাখি উদ্ধার এবং অবমুক্ত কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করেন ওয়াইল্ডলাইফ মিশনের যুগ্ন সাধারন সম্পাদক শেখ জসিম, জনাব শামসুজ্জামান রাসেল, অর্থ বিষায়ক সম্পাদক রেদওয়ান উল ইসলাম, বণ্যপ্রাণী উদ্ধার ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম শেখ, সদস্য আক্তারুল, সামাদুল ইসলাম ও ফয়সাল শেখ।