সাতক্ষীরা তালা প্রতিনিধি (মো: রাকিব হুসাইন) :
স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াইল্ডলাইফ মিশনের তথ্য ও সহযোগিতায় খুলনা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রণী ও জীববৈচিত্র সংরক্ষন কর্মকতা তন্ময় আচার্যের নেতৃত্বে গত ৩১ আক্টবর ২০২২ ইং অনুমান সকাল ৭.০০ ঘটিকা থেকে দীর্ঘ ১২ ঘন্টা আভিযান পরিচালনা কালে সাতক্ষিরা জেলার তালা
উপজেলার সদর ইউনিয়ানের শাহপুর, খানপুর, খড়েরডাঙ্গি, মাঝিয়াড়া এবং খেরশা ইউনিয়ানের হরিহরনগর ও শাহপুর গ্রাম থেকে এয়ারগানধারি পাখি শিখারি রুহুলগাজী(৪০) সহ ১টিয়া, ঘুঘু ৩টা, শালিক১০টি, ও পাখি ধরার ফাধ কারেন্টজাল ১টি, জাতিকল ১টি, খাঁচা ফাঁদ ১টি, চটিফাঁদ ১টি উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে মিশনের পক্ষে অংশ গ্রহন করেন বন্যপ্রণী ব্যবস্থাপনা সম্পাদক মো: সেলিম শেখ, অর্থ সম্পাদক মো: রেদয়ান উল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মো: রাকিব হুসাইন ও সদস্য শফিকুল, রমজান হালদার, ফয়সাল।