মুন্সীগঞ্জ বিশেষ প্রতিনিধি (মোঃ খায়রুল ইসলাম হৃদয়) : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় (১০ ডিসেম্বর ) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।
ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদ নির্বাচনে ৫ সদস্য পদপ্রার্থী অংশ নেন। এতে অভিভাবকদের ভোটের চারজন নির্বাচিত হয়েছেন।
তারা হলেন মো দুলাল মিয়া (ব্যালট-৩) ৫৭৬ভোট পেয়ে প্রথম, মোহাম্মদ রমজান আলী (ব্যালট-২) ৪২২ভোট পেয়ে দ্বিতীয়,আলহাজ্ব হান্নান সরকার (ব্যালট-৫)৩৯২ভোট পেয়ে তৃতীয়, মো সাইফুল ইসলাম, (ব্যালট-৪) ৩৭৪ভোট পেয়ে চতুর্থ স্থান দখল করে বিজয়ী হয়েছে।
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদ নির্বাচনে ৩ জন সদস্য পদপ্রার্থী অংশ নেন। এতে বিজয়ী হয় মরিয়ম বেগম ব্যালট-২, ৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
প্রিজাইডিং কর্মকর্তা জাকির হোসেন ভোট গগণা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বিজয়ী এবং পরাজিত প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা প্রকাশ করেন। সকাল ১০টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৩টি ক্লাস রুমে বুথ তৈরি করা হয়। বুথে তিনজন সহকারী প্রিজাইডিং ও তিনজন পুলিং অফিসার নিযুক্ত ছিলেন। নিরাপত্তার জন্য গজারিয়া থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়।
ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ আশপাশ এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় দায়িত্বশীলরা প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।