সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি : এশিয়ার বিখ্যাত বাঘ শিকারী শ্যামনগর উপজেলার গাবুরা সোরা গ্রামের পচাব্দী গাজীর ঐতিহাসিক সেই রয়েল বেঙ্গল টাইগার শিকারের বন্দুকটিকে স্বচোক্ষে দেখতে সাতক্ষীরার শ্যামনগরে হেলিকপ্টার যোগে উড়ে আসলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
গতকাল বুধবার সকাল ১০টায় তিনি শ্যামনগর থানা পরিদর্শনে আসলে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ও নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন চৌধুরী।
পরিদর্শনকালে তিনি শ্যামনগর থানায় রক্ষিত ঐতিহাসিক সেই বন্দুকটি দেখেন। বিখ্যাত বাঘ শিকারী পচাব্দী গাজী এই বন্দুক দিয়ে ৪২টি রয়েল বেঙ্গল টাইগার শিকার করেছিলেন। মানুষখেকো এইসব বাঘগুলিকে শিকার করার জন্য পচাব্দী গাজী বিভিন্ন সময়ে পুরস্কৃত হয়েছেন। তৎকালীন ব্রিটিশ সরকার পচাব্দী গাজীকে বেঙ্গল টাইগার নামে অভিহিত করেছিলেন।
পচাব্দী গাজীর মৃত্যুর পর তার ব্যবহৃত বন্দুকটি উত্তরাধিকার সূত্রে তার পুত্র আবুল হোসেন পাওয়ার পরে বন্দুকটি রিন্যু না করার কারণে শ্যামনগর থানা অস্ত্রাগারে দীর্ঘ বিশ বছর ধরে পড়ে আছে।
ঐতিহাসিক এই বন্দুকটি একনজর চোখে দেখার জন্য বিজিবি মহাপরিচালকের এই সফর। এ সময় তিনি শ্যামনগর থানা কর্তৃপক্ষকে ঐতিহাসিক পচাব্দী গাজীর বন্দুকটি যথাযথ গুরুত্ব দিয়ে সংরক্ষণ করার আহ্বান জানান এবং বিজিবির অফিসার ও সৈনিকদের উদ্দেশ্যে বলেন, সীমান্ত রক্ষায় আপনাদেরকে আরো তৎপর হতে হবে। মাদক, নারী পাচার ও চোরাচালানের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবেনা। বাংলাদেশের সীমান্ত রক্ষায় আপনারা বদ্ধপরিকর থাকবেন।