রাজশাহী জেলা প্রতিনিধি (এম শামসুল আলম) : রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত মুণ্ডুমালা পৌরসভার- মুণ্ডুমালা গ্রামের সর্বজনীন শ্রদ্ধাভাজন, সাবেক ডিড রাইটার বারের সম্মানিত সভাপতি (তানোর সাব রেজিস্ট্রার অফিস) মরহুম আলহাজ্ব তাসির উদ্দিন আজ ১২ই রমজান, সকাল ০৭টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন!
আল্লাহ আমি যেন মরহুম আলহাজ্ব তাসির উদ্দীনকে বেহেস্তবাসী করেন!
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তানোর সাব রেজিস্ট্রার অফিসের তার সহকর্মী দলিল লেখক ও উপজেলার ‘আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্টার- ইমরান হোসাইন বলেন; তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তার ন্যায়পরাণয়তা ও নিষ্ঠাবান চরিত্র আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগাবে।।
হে আল্লাহ তুমি তাকে হেফাজত কর।
“আমিন”